বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড ঋণমান বি১ থেকে অবনমন করে বি২'তে নামিয়েছে মুডিস রেটিংস। আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থাটি বাংলাদেশের ঋণ পরিস্থিতি নিয়ে তাদের পূর্বাভাসকে এর আগে স্থিতিশীল বলেছিল, যা এখন নেতিবাচকে নামিয়েছে।
মুডিস জানায়, উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধিকে তুলে ধরেছে এই অবনমন, যার ফলে সরকারের নগদ অর্থসংকট তৈরি হতে পারে। এতে ব্যাংক খাত এবং বাহ্যিক... বিস্তারিত