বাংলাদেশের কি বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলার আবেদন করা উচিত?

আইপিএলে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার রেশ এবার ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটেও। নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠেছে—আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো আদৌ হবে তো? প্রাথমিক সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই হওয়ার কথা কলকাতায়। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপ সামনে রেখে সাম্প্রতিক পরিস্থিতি নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ভারতের ভেতরে চলমান আন্দোলন ও বয়কটের প্রেক্ষাপটে আইপিএলে মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি জানায়, তারা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)–এর নির্দেশনা অনুসরণ করেছে। এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই উঠছে বড় প্রশ্ন—যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে পুরো জাতীয় দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? বিশেষ করে যখন বাংলাদেশের বেশিরভাগ ম্যাচই নির্ধারিত রয়েছে কলকাতার ইডেন গার্ডেনসে। বিষয়টি নিয়ে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যেহেতু আইসিসির,

বাংলাদেশের কি বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলার আবেদন করা উচিত?

আইপিএলে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার রেশ এবার ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটেও। নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠেছে—আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো আদৌ হবে তো? প্রাথমিক সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই হওয়ার কথা কলকাতায়।

ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপ সামনে রেখে সাম্প্রতিক পরিস্থিতি নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ভারতের ভেতরে চলমান আন্দোলন ও বয়কটের প্রেক্ষাপটে আইপিএলে মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি জানায়, তারা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)–এর নির্দেশনা অনুসরণ করেছে।

এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই উঠছে বড় প্রশ্ন—যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে পুরো জাতীয় দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? বিশেষ করে যখন বাংলাদেশের বেশিরভাগ ম্যাচই নির্ধারিত রয়েছে কলকাতার ইডেন গার্ডেনসে।

বিষয়টি নিয়ে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যেহেতু আইসিসির, তাই নিরাপত্তা ও ভেন্যু সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত তাদের সঙ্গেই আলোচনা করে নেওয়া হবে। তিনি বলেন,

“বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি, হোস্ট দেশ ভারত। এই বিষয়ে আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করব।”

এদিকে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, খেলোয়াড়দের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁর ভাষায়,

“আইসিসি ২০২১ সালে নিরাপত্তা নীতিমালায় কিছু সংশোধনী এনেছে। কোথায় কোন দলের ম্যাচ হবে, সেটাও আইসিসিই চূড়ান্তভাবে নির্ধারণ করবে।”

তিনি আরও যোগ করেন, সাম্প্রতিক ঘটনা একেবারেই নতুন এবং এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় আইসিসির সঙ্গে যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা—যেমন শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন—নিয়েও আলোচনা হতে পারে।

আগস্ট–সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে সেই সিরিজ নিয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে নতুন করে কোনো যোগাযোগ হয়নি।

সব মিলিয়ে, মুস্তাফিজ ইস্যু কেবল আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন বাংলাদেশের বিশ্বকাপ সূচি, ভেন্যু এবং নিরাপত্তা প্রশ্নেও বড় আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ কি শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে আনুষ্ঠানিক আবেদন জানাবে—তা নির্ভর করছে আইসিসির অবস্থান ও ভারতের নিরাপত্তা নিশ্চয়তার ওপর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow