ওয়ানডে ফরম্যাটে এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার যা করতে পারেননি রিশাদ হোসেন সেটিই করে দেখালেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে কার্যকরী এক ইনিংস খেলেন এই স্পিন অলরাউন্ডার, যা দলের স্কোর দুইশ পার করতে সহায়তা করে।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইকরেটের নয়া রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ।
ইনিংসের ৪৭তম ওভারে নয় নম্বরে ব্যাট হাতে ক্রিজে আসেন রিশাদ। এরপর ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন তিনি। এই ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ২৭৮.৫৭, যা ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড।
সেরা স্ট্রাইকরেটে আগের রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ৫টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন মাশরাফি। ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সাকিব অপরাজিত ৪৪ রান করেছিলেন। দুই ম্যাচেই মাশরাফি ও সাকিবের স্ট্রাইকরেট ছিল সমান ২৭৫ করে।
১৯ বছর পর মাশরাফি-সাকিবের রেকর্ড দখলে নিলেন রিশাদ। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওই ইনিংসে মুশির স্ট্রাইকরেট ছিল ২৭২.৭২।

1 week ago
16









English (US) ·