বাংলাদেশের খেলায় মন ভরেনি সাবেক ভারতীয় ক্রিকেটারের

9 hours ago 5
হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ঝলমলে অর্ধশতকে ভর করে ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় লাল-সবুজরা। টাইগারদের এমন পারফরম্যান্সে খুশি হতে পারেননি ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।  ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, আরও দুই ওভার আগে খেলা শেষ করার দরকার ছিল বাংলাদেশের। একই সঙ্গে মনে করিয়ে দিলেন, হংকংয়ের মতো দলের সঙ্গে ভয় নিয়ে খেলা যাবে না। ক্রিকইনফোর ম্যাচ-পরবর্তী আলোচনায় ওয়াসিম জাফর বলেন, ‘আমি মনে করি ১৫ কিংবা ১৬তম ওভারে খেলা শেষ করার সুযোগ বাংলাদেশের সামনে ছিল। চাইলেই তারা সেটা করতে পারত। লিটন ও তাওহীদের মধ্যে লম্বা একটা জুটি হয়েছে। তাদের কাছে দুই ওভার আগেই শেষ করার মতো সুযোগ ছিল। কিন্তু তারা সেই সুযোগটা মিস করেছে।’  হংকংয়ের মতো দলের বিপক্ষে ভয়ডরহীন খেলার কথা জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ফিয়ারলেস খেলা নিয়ে কথা বলছিলাম। এমন দলের সঙ্গে আপনি ভয় নিয়ে খেলতেই পারেন না। বাংলাদেশ হয়তো টুর্নামেন্টের শুরুতে সহযোগী দেশের সঙ্গে বিব্রতকর অবস্থায় পড়তে চায়নি। এজন্যই হয়তো রান রেটের কথা চিন্তা না করে জয়টা নিশ্চিত করেছে।’ এদিকে, ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানিয়েছেন এশিয়া কাপের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলেছি। কিন্তু এশিয়া কাপে আলাদা চাপ থাকে। আজ আমরা খুব ভালো খেলেছি।’
Read Entire Article