বাংলাদেশের জয়ের পর গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলের চিত্র
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের নাটকীয় জয় পেয়ে টিকে রইল বাংলাদেশ। মঙ্গলবার রাতের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে গ্রুপ–‘বি’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিটন দাসের দল। এখন সুপার ফোরের ভাগ্য নির্ধারণ হবে বৃহস্পতিবারের শ্রীলঙ্কা–আফগানিস্তান লড়াইয়ে।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৫৪ রান। ইনিংসের ভরসা ছিলেন তানজিদ হাসান—৩১ বলে ঝোড়ো ৫২ রান, যেখানে চারটি চার ও তিনটি ছক্কা ছিল। সাইফ হাসান করেন ৩০, আর তাওহীদ হৃদয় যোগ করেন ২৬ রান। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নূর আহমেদ নেন দুটি করে উইকেট।
জবাবে আফগানিস্তান লড়াই করলেও নির্ধারিত ২০ ওভারে থামে ১৪৬ রানে। ওপেনার রহমনুল্লাহ গুরবাজ সর্বোচ্চ ৩৫ রান করলেও শেষ পর্যন্ত ম্যাচ ফিরিয়ে আনতে পারেননি। আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) ও রশিদ খান (১১ বলে ২০) কিছুটা আশা জাগালেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রণেই ছিল খেলা। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ (২/১১), রিশাদ হোসেন (২/১৮) ও তাসকিন আহমেদ (২/৩৪) ছিলেন সমান কার্যকর।
এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে নেট রান রেটে (-০.২৭০) পিছিয়ে আছে তারা। আফগানিস্তান দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্টে তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছে অপরাজিত শ্রীলঙ্কা।
গ্রুপ–‘বি’ পয়েন্ট তালিকা (সেপ্টেম্বর ১৭ পর্যন্ত)
দল
ম্যাচ
জয়
হার
পয়েন্ট
নেট রান রেট
শ্রীলঙ্কা
২
২
০
৪
+১.৫৪৬
বাংলাদেশ
৩
২
১
৪
-০.২৭০
আফগানিস্তান
২
১
১
২
+২.১৫০
হংকং
৩
০
৩
০
-২.১৫১
এখন সব দৃষ্টি বৃহস্পতিবারের শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচে।
* শ্রীলঙ্কা জিতলে তারা এবং বাংলাদেশ উঠবে সুপার ফোরে।
* আফগানিস্তান জিতলে শ্রীলঙ্কার সঙ্গে তারা জায়গা করে নেবে পরের রাউন্ডে।
* তবে ৬৫ রানের বেশি ব্যবধানে আফগানিস্তান জিততে পারলে নেট রান রেটে পিছিয়ে পড়বে শ্রীলঙ্কা, আর বাংলাদেশ এগিয়ে যাবে পরের ধাপে।