বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ফিলিস্তিন রাষ্ট্রদূতের

6 hours ago 2

ফিলিস্তিনকে ধারাবাহিকভাবে সহযোগিতা ও সমর্থন জানানোয় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। গাজার দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘সেখানে খাদ্য নেই, ওষুধ নেই। শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী।’

রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতার কথা জানান।

ইউসেফ রামাদান বলেন, ‘বাংলাদেশের সরকার ফিলিস্তিনকে সব সময় বড় ধরনের সহযোগিতা করে যাচ্ছে। এ দেশের মানুষ প্রতিনিয়ত ওষুধ ও খাদ্যের জন্য ফিলিস্তিনে টাকা পাঠাচ্ছেন। আমাদের দেশের মানুষ বাংলাদেশের এ সাহায্যের বিষয়টি জানে। এজন্য আমরা সত্যিকারভাবেই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘গ্রেটার ইসরায়েলের’ যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এজন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।”

এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

Read Entire Article