বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লেখক সাঈদ মাহাদী

আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব। আঞ্চলিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে চীনে সপ্তমবারের মতো এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লেখক মো. সাঈদ মাহাদী সেকেন্দার। সপ্তাহব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়, গোলটেবিল আলোচনা, প্রশিক্ষণ ও ইউনান অঞ্চলের কুজিং, কুনমিং শহরসহ ঐতিহাসিক এলাকা ঘুরে দেখবেন অংশগ্রহণকারীরা। এ আয়োজনে চীনের আয়োজক কমিটির অর্থায়নে অংশ নেবেন মাহাদী সেকেন্দার। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি, শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে কাজ করছেন। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। পাশাপাশি ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত। তার একটি গল্পগ্রন্থ এবং একটি প্রবন্ধগ্রন্থ রয়েছে। আরও পড়ুনমীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালন কুমারখালীতে সাহিত্য আড্ডা  মাহাদী সেকেন্দার ২০২৪ সালে রাশিয়া সরকারের আমন্ত্রণে বিশ্ব যুব উৎসবে অংশগ্রহণ করেন। এ ছাড়া রাশিয়ার প্রসিডেন্ট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লেখক সাঈদ মাহাদী

আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব। আঞ্চলিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে চীনে সপ্তমবারের মতো এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লেখক মো. সাঈদ মাহাদী সেকেন্দার।

সপ্তাহব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়, গোলটেবিল আলোচনা, প্রশিক্ষণ ও ইউনান অঞ্চলের কুজিং, কুনমিং শহরসহ ঐতিহাসিক এলাকা ঘুরে দেখবেন অংশগ্রহণকারীরা। এ আয়োজনে চীনের আয়োজক কমিটির অর্থায়নে অংশ নেবেন মাহাদী সেকেন্দার।

তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি, শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে কাজ করছেন। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। পাশাপাশি ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত। তার একটি গল্পগ্রন্থ এবং একটি প্রবন্ধগ্রন্থ রয়েছে।

আরও পড়ুন
মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালন 
কুমারখালীতে সাহিত্য আড্ডা 

মাহাদী সেকেন্দার ২০২৪ সালে রাশিয়া সরকারের আমন্ত্রণে বিশ্ব যুব উৎসবে অংশগ্রহণ করেন। এ ছাড়া রাশিয়ার প্রসিডেন্ট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেন।

এসইউ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow