বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ বাহরাইন

2 months ago 33
ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের টেনিস প্রতিযোগিতার ৫ নম্বর গ্রুপের লড়াইয়ে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সূচিভুক্ত এ আসরের খেলা আয়োজন করছে বাহরাইন টেনিস ফেডারেশন। প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইন ও বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করছে ভুটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তুর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড এবং ফিলিপাইন। অংশগ্রহণকারী দলগুলোকে চার গ্রুপে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশ দল খেলবে ‘ডি’ গ্রুপে। বাহরাইন ছাড়া গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে ইয়েমেন ও তাজিকিস্তান। আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন জারিফ আবরার (সেনানিবাস অফিসার্স ক্লাব), মো. হানিফ মুন্না (জাতীয় টেনিস কমপ্লেক্স), মোহাম্মদ রুস্তম আলী (আমেরিকান ক্লাব), মো. দ্বীন ইসলাম (ইন্টারন্যশনাল ক্লাব) এবং মো. আলমগীর হোসেন (জাতীয় টেনিস কমপ্লেক্স)। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন আলমগীর হোসেন।
Read Entire Article