অস্ট্রেলিয়ায় ডারউইনে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে ৭৯ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে পাকিস্তান ‘এ’ দল (শাহিনস)।
ইয়াসির খান, খাজা নাফে ও আব্দুল সামাদের অর্ধশতকে ভর করে পাকিস্তান শাহিনস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৭ রান তোলে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১৪৮ রানে গুটিয়ে যায়।
পাকিস্তানের দাপুটে জয়ের ম্যাচটি আলোচনায় আসে এক অপ্রত্যাশিত কারণে। ওপেনিং জুটিতে ১১৮ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়লেও নাফের প্রতি রাগ দেখিয়ে ব্যাট ছুড়ে মেরে শিরোনামে আসেন ইয়াসির।
ঘটনাটি ঘটে ম্যাচের ১২তম ওভারের প্রথম বলে। বাংলাদেশ দলের পেসার হাসান মাহমুদ স্ট্রাইকে থাকা ইয়াসিরের পা লক্ষ্য করে একটি ইয়র্কার বল করেন। ইয়াসির শট খেলতে গিয়ে বল মিস করেন, যা তার প্যাডে লেগে পরে পিচের পাশ দিয়ে লেগ সাইডে গড়িয়ে পড়ে।
নাফে সঙ্গে সঙ্গেই রান নেওয়ার ডাক দেন, ইয়াসিরও এক পা এগিয়ে আসেন। কিন্তু নাফে দ্রুত বুঝতে পারেন এখান থেকে রান নেওয়া সম্ভব না। কারণ বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান প্রায় বল হাতে পেয়ে গেছেন। ফলে নাফে আবার নিজের ক্রিজে ফিরে যান। তবে ইয়াসির আর ফেরতে আসতে পারেননি।
সোহান বলটি হাসান মাহমুদের দিকে ছুড়ে দেন। সঙ্গে সঙ্গে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভেঙে দেন হাসান। এতে ইয়াসির রানআউটের শিকার হন।
বোঝাপড়ার অভাবে আউট হয়ে রাগ সামলাতে না পেরে সঙ্গীর ওপর চিৎকার করেন ইয়াসির। যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ব্যাট মাটিতে ছুঁড়ে ফেরার মাধ্যমে। এরপর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
বাংলাদেশ এ দলের পরিবর্তী ম্যাচ আগামীকাল শনিবার নেপালের বিপক্ষে।
এমএইচ/