বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের

1 month ago 16

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলের নেতৃত্বে থাকবেন শান মাসুদ।

এই সিরিজে বেশ কয়েকটি বড় পরিবর্তন আসছে পাকিস্তান দলে। টেস্ট দলের কোচ হিসেবে এটিই প্রথম সিরিজ জেসন গিলেস্পির। সহকারী কোচ থাকছেন আজহার মাহমুদ।

এদিকে অধিনায়ক শান মাসুদের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে সৌদ শাকিলকে। শাহিন শাহ আফ্রিদিকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, তার ওয়ার্কলোড কমানোর বিষয়টিকে।

১৭ জনের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজের দলের ১৩ জন রয়েছেন। লাল বলের ক্রিকেটে নাসিম শাহ ফিরছেন দীর্ঘ ১৩ মাস পর।

দলে জায়গা হারিয়েছেন ইমাম উল হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলি এবং সাজিদ খান। চোটের কারণে নেই হাসান আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল (ফিট থাকা সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহিন শাহ আফ্রিদি।

এমএমআর/জেআইএম

Read Entire Article