বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে ৫০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

2 months ago 5

বাংলাদেশের ব্যাংক খাতকে স্থিতিশীল ও সংস্কারমূলক পথে এগিয়ে নিতে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) এডিবির সদরদপ্তর ম্যানিলা থেকে এ ঋণ অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। ‘স্ট্যাবিলাইজিং অ্যান্ড রিফর্মিং দ্য ব্যাংকিং সেক্টর প্রোগ্রাম (সাব-প্রোগ্রাম ১)’– এর আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে।

প্রোগ্রামের প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা কাঠামোকে আরও কার্যকর করা, ব্যাংক খাতে সুশাসন জোরদার করা এবং উচ্চমাত্রার খেলাপি ঋণ নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া— এ তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, ‘বাংলাদেশের ব্যাংক খাতে মূল চ্যালেঞ্জ হলো দুর্বল সম্পদ গুণমান, তারল্য সংকট ও দুর্বল আর্থিক মধ্যস্থতা, যার ফলে আর্থিক অন্তর্ভুক্তির হার কম। এ প্রোগ্রাম বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, আন্তর্জাতিক মান অনুযায়ী খাত পরিচালনার সুযোগ সৃষ্টি করবে এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কার্যকর আর্থিক মধ্যস্থতা নিশ্চিত করতে হবে, যাতে ব্যক্তি ও ব্যবসায়ীরা সহজেই ব্যাংকিং খাত থেকে অর্থায়নের সুযোগ পান।’

ঋণপ্রাপ্ত অর্থের মাধ্যমে ব্যাংক খাতের ডিজিটাল অবকাঠামো উন্নয়নসহ দীর্ঘমেয়াদি অর্থায়নের পথও সুগম হবে বলে মনে করছে এডিবি। এতে করে কেবল শিল্প বা বড় গ্রাহক নয়, আর্থিক সেবার বাইরে থাকা সাধারণ জনগণও সহজেই ব্যাংকিং সুবিধা পাবেন।

এডিবি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ সংস্থার সদস্য সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ। সংস্থাটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে।

ইএআর/এমএএইচ/জেআইএম

Read Entire Article