বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পক্ষে: আব্দুল মোমেন

4 months ago 71

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৪ জুন) সকালে সংসদ ভবনের অফিসে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পক্ষে আছে। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেখানে শান্তি আসবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এ সমস্যা বা সংকটের সমাধান সম্ভব।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই নীতিতে বিশ্বাসী। আমাদের পররাষ্ট্রনীতিও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

 আব্দুল মোমেন

এসময় ফিলিস্তিনীদের অধিকারের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

আইএইচআর/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article