সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে না নামানোর রহস্য ভেদ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। এক রানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া আকিল হোসেন জানান, সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না দেখে অবাকই হয়েছেন তারা।
বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে আকিলের ৬ বল থেকে ১৬ রান নেন রিশাদ। বাংলাদেশ দলের ব্যাটাররা যে উইকেটে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেন, সেখানে রিশাদ খেলেন ১৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস।
সুপার ওভারে যখন ১১ রান দরকার, সেই রিশাদকে ব্যাটিংয়েই নামায়নি বাংলাদেশ। এমনকি সৌম্য সরকারের আউটের পরও না। যেখানে বোলিংয়ে ছিলেন আকিল নিজেই। সুপার ওভারে রিশাদকে না দেখে তাই অবাকই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এ প্রসঙ্গে আকিল বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছিলাম। যে ব্যাটার এই ম্যাচে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক খেলল, ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিল তাকেই সুপার ওভারের কোনো অংশে না দেখে আমরা সবাই অবাক হয়েছিলাম।’
রিশাদের ব্যাটিংয়ে না নামা নিজেদের পক্ষে কাজ করেছে বলে মনে করেন আকিল। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে এই বিষয়টি আমাদের পক্ষে কাজ করেছে। বাংলাদেশ দলে সে এমন একজন, যার মেরে খেলার মতো সামর্থ্য রয়েছে। লম্বা হওয়ার কারণে মারার সময় সে ভালোভাবে বলের কাছে পোঁছাতে পারছিল।’
খেলা শেষে উইন্ডিজ স্পিনারের কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের উইকেট দেখে আপনার কী মনে হয়েছিল? আকিল হোসেনের উত্তর, ‘যখন টিভি অন করলাম, প্রথম যে কাজটি করলাম তা হলো টিভি পরীক্ষা করে দেখা। মনে হচ্ছিল আমার টিভিতেই বুঝি সমস্যা। পর্দা একদম কালো, মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে। হয়তো রং চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম যে পিচই এমন কালো।’