বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ বাংলাদেশি প্রবাসী নেটওয়ার্কের

2 weeks ago 12

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা ও জাতীয় পতাকা অবমাননার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি প্রবাসী নেটওয়ার্ক। এ ছাড়াও ভারতীয় গণমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ভার্চুয়াল সভায় এক সংগঠন থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। 

হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশি প্রবাসী নেটওয়ার্কের আহবায়ক মহব্বত আলী বলেন, একটি গোষ্ঠি পরিকল্পিতভাবে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে ভারত বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধানোর গুজব ছড়াচ্ছে। বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ নেই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষের সম্প্রীতি বিরাজ করছে। বাংলাদেশের হিন্দু নির্যাতন তথা কথিত ইস্যুকে বিভিন্ন সময় ভারত রাজনৈতিক পায়দা নেয়ার জন্য ব্যবহার করে আসছে।

মহব্বত আলী বলেন, বাংলাদেশের মানুষ করে ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে শুধু দেশের জনগণের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী সঙ্গে নই। ভারত সুসম্পর্ক বদলে দাদাগিরি সম্পর্ক বেছে নিয়েছে। বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসন মেনে নিবে না। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব প্রশ্নে দলমত নির্বিশেষে প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকবে। 

আলোচনায় অংশ নেন বাংলাদেশি প্রবাসী নেটওয়ার্কের পরিচালক- ড. ইয়াকুব জাকির, শামিমুল ইসলাম, মোহাম্মদ আরীফ হোসাইন, ড. শোয়াইব আহমেদ, ডা. সোহেল আহমেদ ও বাংলাদেশ লিয়াজু কমিটির প্রধান ইসমাইল হোসেন ফাহিম প্রমুখ। 

উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি ভিত্তিক সংগঠনটি বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের নিয়ে দেশ ও বিদেশে অধিকার ও প্রবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে। 

Read Entire Article