বাংলাবাজারে অভিযান, বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার

4 hours ago 7

রাজধানীর বাংলাবাজারের বিভিন্ন দোকানে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারের বিনামূল্যের পাঠ্যবই বিক্রি হচ্ছিল।  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার এই তথ্যের ভিত্তিতে বাংলাবাজারে বেশ কিছু লাইব্রেরিতে অভিযান চালায় এনসিটিবি।

সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনএসআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক কোতয়ালী থানাধীন বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমন সুনির্দিষ্ট  তথ্য এনএসআইয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়।

পরবর্তীতে ওই তথ্যের ভিত্তিতে এনএসআই ও এনসিটিবি’র প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে বই বাজার বিডি এবং জাহিদ বুক হাউজ নামে দুটি দোকানের প্রত্যেকটিকে এক হাজার টাকা করে জরিমানা করেন এবং পাঁচ হাজার বই জব্দ করেন।

এতে আরও বলা হয়, অভিযান চলাকালে বাংলাবাজার বই মার্কেটের ২টি দোকান ও ১টি গোডাউনে সরকার প্রিন্টার্স, লেটার এন্ড কালার লি., সীমান্ত প্রেস এন্ড পাবলিকেশন, মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রণকৃত মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিতের প্রায় পাঁচ হাজার বই জব্দ করা হয়। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে সর্বোচ্চ জরিমানা ও জেল প্রদান করা হবে বলেও সতর্ক করা হয়।

উল্লেখ্য, এনসিটিবির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুদ, গাইড বই মুদ্রণ ও সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে এনএসআই নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Read Entire Article