বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব আজ
আজ রবিবার সারাদেশে পালিত হচ্ছে বাংলার ঐহিত্য নবান্ন উৎসব। বগুড়ায় প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে গ্রাম-বাংলার প্রতিটি ঘরে ঘরে এই উৎসব পালিত হয়। নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার বাজারে উঠেছে নতুন আলু। দাম নাগালের বাহিরে হলেও উৎসবের আমেজে কম বেশি সবাই কিনছেন। নবান্ন উৎসব ঘিরে বাজারে প্রতি কেজি নতুন পাগড়ি আলু বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০টাকা। এছাড়া নতুন পিয়াজ, নতুন ধান ও নতুন সব ফসল নিয়ে পালন করা হবে নবান্ন উৎসব। জানা যায়, পহেলা অগ্রহায়ণ মানেই বাঙালি বাড়িতে উৎসবের আমেজ। আবহমান এই ঐতিহ্য ধরে রাখতে পহেলা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসব হিসেবে পালন করে আসছে এদেশের মানুষেরা। সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী