বাইকারদের সুরক্ষায় পেট্রোনাসের ইন্স্যুরেন্স সুবিধা

1 day ago 5

বাংলাদেশে মোটর বাইকারদের দুর্ঘটনাজনিত বিমা সুবিধা দেবে ইউনাইটেড লুব অয়েল লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইউনাইটেড গ্রুপের কর্পোরেট সদর দপ্তরে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

চুক্তির আওতায় ‘পেট্রোনাস স্প্রিন্টা রাইড সেফ ক্যাম্পেইন’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠান দুটি। এই উদ্যোগের মাধ্যমে বাইকারদের দুর্ঘটনাজনিত বিমা সুবিধা দেওয়া হবে।

পেট্রোনাস স্প্রিন্টা লুব্রিক্যান্ট কেনার সময় ক্যানের গায়ে স্টিকার কোড রেজিস্ট্রেশনের মাধ্যমে মোটরসাইকেল চালকরা বিশেষ ইন্স্যুরেন্স কভারেজ উপভোগ করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের পরিচালক ওয়ায়েজ মাহমুদ, উপদেষ্টা খালিদ হাসান এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও উত্তম কুমার সাধু, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাজিব কান্তি সাহা উপস্থিত ছিলেন।

বিএ/জিকেএস

Read Entire Article