পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা নৌরুটের নদীর বাঁকে বাঁকে ও প্রবেশ মুখে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ফলে লঞ্চ, কার্গোসহ নৌযানগুলো ভাটার সময় প্রায়ই চরে আটকে যায়। ঝুঁকি নিয়ে চলাচল নৌ-যানগুলো। এতে মালবাহী কার্গোতে পরিবহন করা মালামাল নিয়ে উপজেলায় সময়মতো না পৌছার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার নদীবন্দর কালাইয়া, বগা, নুরাইনপুর, ধুলিয়া থেকে প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১২টি... বিস্তারিত