বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ তায়ালা ও কোরআন অবমাননার প্রতিবাদে এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার; আবুল সরকারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; আবুল সরকারের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; শাতিমের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; শাতিমের ঠিকানা, এই বাংলায় হবে না; ফাঁসি চাই ফাসি চাই, শাতিমের ফাসি চাই; আল্লার অবমাননা, মানবোনা মানবোনা,রাসুলের অবমাননা, মানবোনা মানবোনা’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিলে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ বলেন,এ দেশের বহু মুসলমান পড়ে নয়, শুনে মুসলমান। অথচ ইসলামের মূল ভিত্তি হলো সঠিক জ্ঞান অর্জন। কারণ জ্ঞানের অভাব যেকোনো মুহূর্তে ঈমানকে বিপন্ন করতে পারে। বাউলদের মতো যাদের ইসলামী জ্ঞান

বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ তায়ালা ও কোরআন অবমাননার প্রতিবাদে এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার; আবুল সরকারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; আবুল সরকারের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; শাতিমের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; শাতিমের ঠিকানা, এই বাংলায় হবে না; ফাঁসি চাই ফাসি চাই, শাতিমের ফাসি চাই; আল্লার অবমাননা, মানবোনা মানবোনা,রাসুলের অবমাননা, মানবোনা মানবোনা’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিলে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ বলেন,এ দেশের বহু মুসলমান পড়ে নয়, শুনে মুসলমান। অথচ ইসলামের মূল ভিত্তি হলো সঠিক জ্ঞান অর্জন। কারণ জ্ঞানের অভাব যেকোনো মুহূর্তে ঈমানকে বিপন্ন করতে পারে। বাউলদের মতো যাদের ইসলামী জ্ঞান নেই, তারা তাদের সংস্কৃতি পালন করুক। তবে, তারা যদি আল্লাহ, রাসূল (সাঃ) বা ইসলাম নিয়ে কোনো অবমাননামূলক মন্তব্য করে, তাহলে এদেশের মুসলিম সমাজ তা কখনোই মেনে নেবে না।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে শিক্ষার্থী মুহাম্মদ উসামা বলেন, বাউলদের পক্ষ থেকে যারা ইসলাম অবমাননার কথা বলছে এবং যারা এগুলো সাপোর্ট করছে, আমরা তাদের স্পষ্টভাবে বলে দিতে চাই বাউলরা দেশের গান গাইবে, একতারায় দেশের কথা বলবে, মা-মাটি মানুষের কথা বলবে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি আমার আল্লাহকে নিয়ে, আমার রাসুলকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কটুক্তি করে তাহলে এই মুসলিম জনতা মেনে নিবে না। এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এদেরকে সমর্থন দিচ্ছে, তাদের আমরা স্পষ্ট করে বলতে চাই মুসলমানদের অনুভূতি নিয়ে আঘাত করার পরেও যদি কেউ তাদেরকে সমর্থন করে তাহলে বাংলাদেশের মাটিতে তাদের কোনো ঠিকানা হবে না।

মিছিলে অন্য আরেক শিক্ষার্থী তাহসিন আরাফাত বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে মুসলিমদের কোনো আপত্তি নেই। তবে কোরআন অবমাননা, আল্লাহ ও রাসূল (স:) সম্পর্কে কটূক্তি মুসলিমরা কখনো সহ্য করবে না। কিছু রাজনৈতিক দল এসব কাজে মদদ দিচ্ছে, যা অনুচিত। বাউলরা তাদের সংস্কৃতি পালন করতে পারে, কিন্তু যদি তা মুসলিমদের অবমাননা করে, তাহলে মুসলিমরা কঠোর জবাব দেবে। তিনি আরও বলেন, মুসলিমরা এই বঙ্গভূমির স্থায়ী বাসিন্দা, কোনো ভাড়াটে নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow