বাউলদের পক্ষ থেকে করা মামলা প্রত্যাহারের দাবি তৌহিদী জনতার

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তৌহিদী জনতা। একই সঙ্গে বাউলদের একটি অংশ আলেম–ওলামা ও তৌহিদী জনতার শান্তিপূর্ণ সমাবেশে উস্কানি, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওলামায়েকেরাম এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২৩ নভেম্বরের ঘটনাটি সম্পূর্ণ ভুলভাবে প্রচার করা হচ্ছে। তৌহিদী জনতা কখনোই অরাজকতা বা সহিংসতার পক্ষে নয়। আমরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় মূল্যবোধ রক্ষার আন্দোলন করে আসছি। কিন্তু বাউলদের পক্ষ থেকে দায়ের করা মামলাটি উদ্দেশ্যমূলক এবং হয়রানিমূলক। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর আগে গতকাল (২৪ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় হাজির হয়ে আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগ করা হয়, রবিবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মানিকগঞ্জ স্টেডিয়াম মোড় এলাকায় বাউলদের ধাওয়া ও মারধর করে তৌহিদী জনতার কিছু সদস্য। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ওলামারা দাবি করে

বাউলদের পক্ষ থেকে করা মামলা প্রত্যাহারের দাবি তৌহিদী জনতার

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তৌহিদী জনতা। একই সঙ্গে বাউলদের একটি অংশ আলেম–ওলামা ও তৌহিদী জনতার শান্তিপূর্ণ সমাবেশে উস্কানি, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওলামায়েকেরাম এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২৩ নভেম্বরের ঘটনাটি সম্পূর্ণ ভুলভাবে প্রচার করা হচ্ছে। তৌহিদী জনতা কখনোই অরাজকতা বা সহিংসতার পক্ষে নয়। আমরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় মূল্যবোধ রক্ষার আন্দোলন করে আসছি। কিন্তু বাউলদের পক্ষ থেকে দায়ের করা মামলাটি উদ্দেশ্যমূলক এবং হয়রানিমূলক। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এর আগে গতকাল (২৪ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় হাজির হয়ে আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগ করা হয়, রবিবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মানিকগঞ্জ স্টেডিয়াম মোড় এলাকায় বাউলদের ধাওয়া ও মারধর করে তৌহিদী জনতার কিছু সদস্য। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ওলামারা দাবি করেন ঘটনাটি পূর্বনির্ধারিত উত্তেজনা সৃষ্টির অংশ, এবং মামলার অধিকাংশ তথ্যই মনগড়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মুজীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, মাওলানা শামসুল ইসলাম, হাসান মুহাম্মদ শরীফ, হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান, সহ–আইন সম্পাদক ওমর ফারুক, সদর থানার সাংগঠনিক সম্পাদক রমজান মাহামুদ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow