বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল, সেক্রেটারি ত্বোহা

18 hours ago 4

ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এবার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফখরুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন আবু নাসির ত্বোহা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্য সমাবেশে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। ভোটগণনা শেষে ফখরুল ইসলামকে সভাপতি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

পোস্টে আর উল্লেখ করা হয়, সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন।

আসিফ ইকবাল/জেডএইচ/জিকেএস

Read Entire Article