বাকৃবিতে অস্ত্রসহ আটক ৫

6 hours ago 5

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অস্ত্র ও মাদকসহ সন্দেহভাজন পাঁচ বহিরাগতকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা‌দেশ পরমাণু গ‌বেষণা ইনস্টিটিউটের (বিনা) সামনের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বাকৃবি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পাঁচজন হলেন ময়মনসিংহ সদরের ভাঁটিকেশর (পলাশপুর রোড) এলাকার রিফাত ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের বয়ড়া পশ্চিমপাড়ার সুপারিবাগান এলাকার রাজীব (১৬), মো. কাওসার মিয়া (১৭), মো নাঈন (১৪) ও শামীন (১৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় টহল দিচ্ছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা। এ সময় একটি অটোরিকশার মধ্যে চারজনকে সন্দেহভাজন মনে হয় এবং অটোরিকশা চালকসহ ওই চারজনকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থেকে চাইনিজ ছুরি, ক্ষুর, জন্মনিরোধক উপকরণ, মাদকসেবনের উপকরণ, কেঁচি, দিয়াশলাই এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটক পাঁচজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার বলেন, সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে, আমরা এ বিষয়ে খবর পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় পুলিশের এসআইকে জানিয়েছি যাতে তাদেরকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের বলা হয়েছে যাতে তারা তাদের টহল কার্যক্রম বাড়িয়ে দেন।

এসআই মিজানুর রহমান বলেন, বিভিন্ন সময় ক্যাম্পাসে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ আসলেও উপযুক্ত প্রমাণের অভাবে আমরা অভিযুক্তদের ধরতে ব্যর্থ হই। আজকে আমাদের টহল বাহিনী বিনার থেকে একটু সামনে এদের আটক করে। পরে তল্লাশি করে আমরা এদের থেকে ধারালো অস্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করি। এদের থেকে পাওয়া মোবাইলে আমরা নানা মাদকদ্রব্য ও অস্ত্রের ছবি পাই। আমরা কোতোয়ালি থানার ওসিকে এ বিষয়ে অবগত করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article