বাকৃবিতে কোটা আন্দোলনের ইতি টানলেন শিক্ষার্থীরা

1 month ago 22

কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মুক্তমঞ্চে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বাকৃবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমাদের দাবিসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন। এছাড়া সব হত্যাকাণ্ডের তদন্ত হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তাই আমরা চলমান কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করলাম। এছাড়া চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবেন না।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতের দাবিও জানান তারা।

আসিফ ইকবাল/জেডএইচ/জেআইএম

Read Entire Article