বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চাকরিপ্রার্থীদের আবেদন প্রক্রিয়া এখন থেকে অনলাইনে পরিচালিত হবে।
সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিবালয়ের সভাকক্ষে অনলাইনভিত্তিক আবেদন প্রক্রিয়ার (ইন্টিগ্রেটেড ই-ফরম সিস্টেম) উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপাচার্য বলেন, এই উদ্যোগের মাধ্যমে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার পথে আরও একধাপ এগিয়ে যাবে।
আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম