বাকৃবির শাহজালাল হলে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা

2 weeks ago 14

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে র‌্যাগিংয়ের বিরুদ্ধেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল হলের কমনরুমে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

প্রভোস্ট বদিউজ্জামান খান বলেন, ‘আজ থেকে শাহজালাল হলে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা করা হলো। আমরা হলের আসনগুলো সঠিকভাবে বণ্টন করার চেষ্টা করেছি। বর্তমানে প্রায় ৩৩ জন শিক্ষার্থী হলে আসন পেয়েছেন। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের জন্য এক রুমে চারজন করে আছেন। ফলে হলের সিটের সমস্যা সমাধান হয়েছে।’

বাকৃবির শাহজালাল হলে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আগে যেমন গেস্টরুম বা র‍্যাগিং কালচার ছিল, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে; সে ব্যাপারে হল প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। কোনো অবস্থাতেই এগুলো আর হতে দেওয়া হবে না।’

নবীনবরণ অনুষ্ঠানে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. শহিদুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আনিছুর রহমান মজুমদার এবং উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হারুন অর রশিদ।

আসিফ ইকবাল/এসআর/জিকেএস

Read Entire Article