সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করলেই বেজে উঠছে ‘বাকের আলীর আদুরে মেয়ে, নাম ছিল তার গুলবাহার।’ মাস দুয়েক আগে প্রকাশিত হয়েছে গানটি। নানা বয়সী শ্রোতা-দর্শক ‘গুলবাহার’-এ মজেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন ঈশান মজুমদার। যৌথভাবে শুভেন্দু দাস শুভ’র সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।
গত ১৭ মে গানটি প্রকাশিত হয়েছে। তবে সপ্তাহখানেক ধরে টিকটক, রিলসে গানটি ছড়িয়ে পড়েছে।
এটি... বিস্তারিত