বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ যাত্রী। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুব মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা লুৎফুর মোড়লের ছেলে ও পেশায় ট্রাক ড্রাইভার।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন টিএন্ডটির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে পটুয়াখালীর আমতলী থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি সড়কের পাশে খাদে পরে যায়। বাস-ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার মারা যান। আহত ৭ ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পর বাস ও ট্রাক উদ্ধার করে থানায় আনার চেষ্টা চলছে।