বাগেরহাটে বিএনপি নেতা বহিষ্কার

3 weeks ago 10

বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় দাপটে দখল করেন। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

এ বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত মোতাবেক পরপর ৩টি নোটিশের পরে তাকে দল থেকে বহিষ্কার ও সব দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সম্পর্কে জানার জন্য আমীর আলী তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ হয়নি।

Read Entire Article