‘বাঘ আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ’

4 hours ago 7

খুলনার কয়রায় বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে খুলনার কয়রায় গণসচেতনতামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতির বক্তব্যে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেছেন, বাঘ আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বাঘের সংখ্যা ক্রমেই কমে আসছে। বাঘ শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের পুরো পরিবেশের সুরক্ষা ব্যবস্থা। আইন করে সুন্দরবনে বাঘ ও সম্পদ সংরক্ষণ সম্ভব নয়। গণসচেতনতার মাধ্যমে বাঘ রক্ষা সম্ভব। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুন্দরবন খুলনা রেঞ্জের উদ্যোগে ও বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতন করতে হবে, কারণ তাদের সহায়তা ছাড়া বাঘের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। বাঘ সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে বনাঞ্চলকে সুরক্ষিত রাখা যায় এবং বাঘের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার। 

এতে শুভেচ্ছা বক্তৃতা রাখেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম, সাংবাদিক মো. শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, সদর উদ্দিন আহমেদ, মো. রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দীন প্রমুখ। 

সেমিনারে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম বলেন, মায়ের মতো এই সুন্দরবনে বাঘ টিকিয়ে রাখতে বন বিভাগের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে। বাঘ না থাকলে সুন্দরবনের অস্তিত্ব থাকবে না। তাদের অস্তিত্ব রক্ষা করতে না পারলে পুরো বনাঞ্চলের জীববৈচিত্র্যই হুমকির মুখে পড়বে। এবং বাঘ শিকার এবং তাদের চামড়া ও অন্যান্য অংশের অবৈধ পাচার বন্ধে প্রশাসনের পাশাপাশি সবাইকে ভূমিকা রাখতে হবে।

এছাড়া সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষক, বন বিভাগের সদস্য, সিএমসি, পিপলস ফ্রম, সিপিজি, ভিটিআরটি সদস্য, বনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read Entire Article