বাজার করতে গিয়ে গুলিবিদ্ধ কৃষকের ঢামেকে মৃত্যু

1 month ago 16

নরসিংদীর সদর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক আব্দুর রহমান (৪৪) মারা গেছেন। বুধবার (৩১ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

গত ২০ জুলাই দুপুরে গুলিবিদ্ধ হন আব্দুর রহমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিহত আব্দুর রহমানের শ্যালক আবুল বাশার জানান, আব্দুর রহমান ওইদিন দুপুর আড়াইটার দিকে বাজারে যান। বাজার শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গুলি এসে তার শরীরে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

আবুল বাশার আরও জানান, নিহত আব্দুর রহমান নরসিংদী সদরের দক্ষিণ চৌগাছা গ্রামের কাজী মোহাম্মদ আমির উদ্দিন মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের ৯৩ জনের ময়নাতদন্ত ঢামেকে সম্পন্ন হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/জিকেএস

Read Entire Article