বাজার স্থিতিশীলতার লক্ষ্যে ইরানের অনুকরণে ব্যবস্থার ঘোষণা সিরিয়ার

3 weeks ago 16
সিরিয়া তার মুদ্রা থেকে দুটি শূন্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাজার স্থিতিশীলতার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে একই ধরনের পদক্ষেপ নেয় ইরান।  বিষয়টি সম্পর্কে অবগত সাতটি সূত্র এবং রয়টার্স কর্তৃক পর্যালোচনা করা নথি অনুসারে, সিরিয়া নতুন নোট জারি করবে। যার মাধ্যমে পাউন্ডের উপর জনসাধারণের আস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টায় মুদ্রা থেকে দুটি শূন্য সরিয়ে ফেলা হবে। গত ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর ১৪ বছরের সংঘাতের অবসান ঘটে। কিন্তু এ সময় সিরিয়ার অর্থনীতিতে ধস নামে। পাউন্ডের ক্রয়ক্ষমতা রেকর্ড সর্বনিম্নে নেমে আসে। পরিস্থিতি এতই ভয়াবহ যে ক্রমাণবতির দিকে থাকা মুদ্রার মান মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।  এ থেকে উত্তরণে পাউন্ডকে শক্তিশালী করার লক্ষ্যে সিরিয়ার নতুন সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে।  এই পদক্ষেপের সত্যতা নিশ্চিত করে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদেলকাদের হুসরিহ বলেছেন, পুনর্মূল্যায়ন ছিল আর্থিক ও আর্থিক সংস্কারের একটি কৌশলগত স্তম্ভ। তিনি সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারক আল আরাবিয়াকে বলেন, ‘মুদ্রায় পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য আমরা সরকারি ও বেসরকারি ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করেছি।’ নতুন মুদ্রাকে ‘প্রয়োজনীয়তা’ হিসাবে বর্ণনা করেছেন তিনি। তিনি বলেন, নতুন মুদ্রা চালু করার জন্য একটি সময়সীমা এখনও পর্যালোচনাধীণ। ২০১১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার পাউন্ডের মূল্য ৯৯ শতাংশেরও বেশি কমেছে। বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে বিনিময় হার প্রায় ১০,০০০ পাউন্ডে দাঁড়িয়েছে। যা যুদ্ধের আগে ৫০ পাউন্ড ছিল।
Read Entire Article