বাজারে আসছে মেসির সাইকেল, দাম কত?

2 hours ago 4

আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ফুটবলে সব অর্জন প্রায় সম্পন্ন করে ফেলেছেন। আটটি ব্যালন ডি’অর, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, এবং বিশ্বকাপসহ তার ক্যারিয়ারের সাফল্য তালিকা শুরু করলে শেষ করা যাবে না। তবে ফুটবলের বাইরেও মেসির আরেকটি ভালোবাসা রয়েছে—সাইক্লিং। এবার মেসি সেই ভালোবাসা থেকেই তার ডিজাইন করা একটি প্রিমিয়াম সাইকেল বাজারে আনছেন, যার মূল্য ধরা হয়েছে ১০,০০০ থেকে ১৫,০০০ ইউরোর মধ্যে (বাংলাদেশি টাকায় যার মূল্য ১২ লাখ থেকে ১৮ লাখ পর্যন্ত)।

মেসির সাইক্লিং প্রেম

মেসির সাইক্লিংয়ের প্রতি আগ্রহ নতুন নয়। ২০১৫ সালে, ইনিয়োস ও ম্যানচেস্টার ইউনাইটেডের পরিচালক স্যার ডেভ ব্রেইলসফোর্ড তাকে একটি টিম স্কাই পিনারেলো ডগমা এফ৮ সাইকেল উপহার দেন। সেই সাইকেলের সঙ্গে ছিল তার নাম, জার্সি নম্বর এবং আর্জেন্টিনার পতাকা। 

এক্সক্লুসিভ সাইকেল আনছেন মেসি

স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মেসি একটি ব্যক্তিগতকৃত প্রিমিয়াম সাইকেল বাজারে আনতে যাচ্ছেন। বিশ্বমানের একজন সাইক্লিস্টের সঙ্গে যৌথভাবে ডিজাইন করা এই সাইকেল হবে অত্যন্ত আধুনিক এবং বিলাসবহুল। এটি সাইক্লিংপ্রেমীদের জন্য একটি দুর্দান্ত সংগ্রহে পরিণত হতে পারে।

সাইক্লিংয়ে ফুটবল তারকারা

মেসি একা নন, ফুটবল জগতের আরও অনেক তারকার সাইক্লিংয়ের প্রতি আগ্রহ রয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি একবার বলেছেন যে সাইক্লিং "অসাধারণ" একটি খেলা। এছাড়াও ডেভিড সিলভা, এডেন হ্যাজার্ড এবং ফ্যাবিও ক্যানাভারো এই খেলার বড় ভক্ত।

মেসির এই নতুন উদ্যোগ শুধু তার বহুমুখী প্রতিভারই প্রমাণ নয়, বরং খেলাধুলার প্রতি তার গভীর ভালোবাসারও প্রকাশ। ফুটবলের মতো সাইক্লিংয়েও মেসির এই পদক্ষেপ ভক্তদের মধ্যে আলোড়ন তুলবে বলেই আশা।

Read Entire Article