বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক অস্ত্রসহ আটক

2 months ago 25

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবদল আহ্বায়ক এম আবু আবুল খায়েরকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ১ নলা একটি বন্ধুকসহ তাকে আটক করে।

বাজিতপুর থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনী একটি দল অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবু আবুল খায়েরকে আস্ত্রসহ আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করেছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে এম আবুল খায়েরকে ১ নলা বন্ধুকসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকে রাসেল/এএইচ/এমএস

Read Entire Article