সাদা বলের ক্রিকেটে সেরা স্পিনারদের একজন রশিদ খান। কিন্তু দ্য হান্ড্রেডে গতকাল এমনই এক ম্যাচ খেলেছেন, যা কখনও মনে রাখতে চাইবেন না তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন আফগান লেগস্পিনার।
কাল বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ৪ ওভারে (২০ বলে) ৫৯ রান দিয়েছেন ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলা এই স্পিনার। তাতে ছিল না কোনও উইকেট।
পিটুনির শুরুটা করেন জো ক্লার্ক ও উইল স্মিড।... বিস্তারিত