বাটার আমদানিতে থাকছে না রেগুলেটরি ডিউটি

3 months ago 47

বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে জাতির সামনে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেটে বাটার আমদানিতে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় এ বাজেট ঘোষণা শুরু করেন তিনি। এসময় তিনি এ প্রস্তাব করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাটার দেশে তৈরি হচ্ছে। তবে দেশীয় দুগ্ধ খামার থেকে সংগৃহীত দুধের পরিমাণ চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়া দেশীয় খামার হতে সংগৃহিত দুধে বিদ্যমান ননীর হার মৌসুমভেদে হ্রাস-বৃদ্ধি পায়। এতে অনেক সময় মানসম্পন্ন বাটার প্রস্তুত করা সম্ভব হয় না।

বর্তমানে বাটার আমদানিতে ২৫ শতাংশ আমদানি শুল্ক, ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি, ২০ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূসক, ৫ শতাংশ আগাম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ৮৯ দশমিক ৩২ শতাংশ করভার রয়েছে। এরূপ উচ্চহারে শুল্ক আরোপিত থাকায় ঘাটতি বাটার উচ্চ শুল্ক পরিশোধ করে আমদানি করতে হয়। ফলে ক্রেতারা মানসম্পন্ন পণ্য হতে বঞ্চিত হন। এ অবস্থায় বাটার আমদানিতে বিদ্যমান ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এনএইচ/এমএএইচ/এমএস

Read Entire Article