বাটারফ্লাই গ্রুপের ২৪/৭ ফ্রি মেডিকেল কনসালটেশন সেবা ক্যাম্পেইন উদ্বোধন

7 hours ago 9

গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাটারফ্লাই গ্রুপ সম্প্রতি উদ্বোধন করেছে তাদের নতুন উদ্যোগ ‘ভালো থাকুন সবসময়’। সব নতুন ও পুরোনো বাটারফ্লাই গ্রাহকরা ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন বিনামূল্যে টেলিমেডিসিন কনসালটেশন সেবা গ্রহণ করতে পারবেন। সহযোগী হিসেবে এ উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। 

রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এ বিশেষ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল। 

আরও ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি এবং সিসিবিও মোহাম্মদ মাসুদুজ্জামান খান, বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাটারফ্লাই গ্রুপের হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, হেড অব প্রোডাক্ট এএসএম মুনতাসির চৌধুরী, সেলস ম্যানেজার আতাউল্লাহ আরমান এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট মো. জোবায়ের খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. সাকলায়েন রাসেল বলেন, ‘ভালো থাকুন, সবসময়’ ক্যাম্পেইনের উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। বাটারফ্লাই গ্রুপ ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এই যৌথ উদ্যোগ মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসচেতনতা ও যত্নের বার্তা পৌঁছে দেবে। প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার এই সংযোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ আমাদের সমাজে সুস্থ, সচেতন ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে। আমি আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করছি। 

আরও পড়ুন : ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় জানাল ইসি

বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী বলেন, বাটারফ্লাই গ্রুপ বিশ্বাস করে— ভালো থাকা শুধু ব্যক্তিগত নয়, এটি একটি জাতীয় প্রয়াস যেখানে প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সরকারের পাশাপাশি মেডিকেল কনসাল্টেশন সেবা বিনামূল্যে হাউজ অব বাটারফ্লাই -এর গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। চলমান চিকনগুনিয়া ও ডেঙ্গুজ্বরের এমন প্রকোপ অবস্থায়ও হঠাৎ প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিশ্চিত করাই এর মূল্য লক্ষ্য, যেন তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা কিংবা সেবা পেয়ে জীবনগুলো বাঁচে, কিংবা বড় রকম সমস্যা থেকে উত্তরণ করা যায়।  

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি এবং সিসিবিও, মোহাম্মদ মাসুদুজ্জামান খান বলেন, আজকের ‘ভালো থাকুন সবসময়’ ক্যাম্পেইনের উদ্বোধনে বাটারফ্লাই গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই পার্টনারশিপের লক্ষ্য একটাই— মানুষের জীবনে একটু বেশি নিরাপত্তা আর স্বস্তি আনা। এখন থেকে হাউজ অব বাটারফ্লাই -এর গ্রাহকরা পাচ্ছেন ২৪ ঘণ্টা ফ্রি ডাক্তার পরামর্শ ও মেডিকেল সেবা, যা তাদের প্রয়োজনের সময় পাশে থাকবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ পরিবারের সুস্থতা ও ভালো থাকার পথে এক ধাপ এগিয়ে দেবে— যাতে সবাই সত্যিই ভালো থাকেন, সবসময়। 

আর পড়ুন : জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ড. ইউনূসকেই দিতে হবে : হাসনাত

১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। গ্রাহক নিজের, তার পিতা-মাতা ও নির্ভরশীলদের জন্য এই সেবা নিতে পারবেন। 

এছাড়া গ্রাহকরা আরও পাবেন— হোম স্যাম্পল কালেকশন ও রিপোর্ট ডেলিভারিতে বিশেষ ছাড়; ওষুধ হোম ডেলিভারিতে ছাড়; বাসায় ডাক্তার ভিজিট ও হোম কেয়ার সেবায় বিশেষ ছাড়; অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা; বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট সহায়তা।

গ্রাহকরা হাউজ অব বাটারফ্লাই শোরুম, ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা ১৬৫৭১ নম্বরে কল করে অফার সম্পর্কে জানতে পারবেন। নির্ধারিত গুগল ফর্মে নাম, ফোন নম্বর ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাচাই শেষে ৪৮ ঘণ্টার মধ্যে (সরকারি ছুটি ব্যতীত) রেজিস্ট্রেশন নিশ্চিত হওয়ার পর সেবাটি নেওয়া যাবে ০৯৬৪ ৩১১৬৭৬১ নম্বরে কল করে।

Read Entire Article