২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২৫ প্রাঙ্গণে চলছে সাংস্কৃতিক সন্ধ্যা। মেলা ফটকের বাম দিকে খোলা ময়দানে কনসার্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) ছুটির দিনে হাজার হাজার মানুষের ঢল নেমেছে মেলায়। সবাই হেসে-খেলে, নেচে-গেয়ে আনন্দ উদযাপন করছেন। শিল্পী এলিজা পারভিন এবং নোলক বাংলা আধুনিক ব্যান্ডের গান পরিবেশন করছেন।
বাণিজ্য মন্ত্রনালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ছুটির দিনে আজ শুক্রবার মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।
নাদিম নামে এক দর্শনার্থী জাগো নিউজকে বলেন, মেলায় কেনাকাটার পর একটু গান শুনে এইদিকে এসে দেখি কনসার্ট হচ্ছে। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে মেলায় এসে অনেকটা সারপ্রাইজ হয়েছি। বেশ ভালো লাগছে।
মনিকা নামে আরেকজন দর্শনার্থী বলেন, বাণিজ্যমেলায় এরকম আয়োজন আমি আগে দেখিনি। আয়োজকদের ধন্যবাদ এরকম একটি সুন্দর আয়োজনের জন্য।
সব বয়সের নারী-পুরুষের কোলাহলে মুখরিত হয়ে আছে কনসার্ট প্রাঙ্গণ।
এসআরএস/এএমএ