বাতিল হওয়া অ্যাক্রিডিটেশন কার্ডধারী আবেদন করলে বিবেচনা করা হবে

2 months ago 31

আওয়ামী লীগপন্থি ১১৮ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। সেই তালিকায় পেশাজীবী কয়েকজন সাংবাদিকের কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ করেছে সম্পাদক পরিষদ। এই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বাতিল কার্ডধারী কেউ যদি মনে করেন তাদের প্রতি অবিচার হয়েছে তাদের আবার আবেদন করার সুযোগ রয়েছে। তারা যদি আবেদন করেন এবং সরকার যদি মনে করে তাদের যৌক্তিকভাবে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া যেতে পারে সে ক্ষেত্রে বিবেচনা করা হবে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কারণে নানান আলোচনা-সমালোচনা চলছে-এ নিয়ে সরকারের ভাবনা সম্পর্কে জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিগত সরকারের বিভিন্ন সময়ে প্রায় ৫ হাজার অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়। সেখান থেকে ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আমরা মনে করি না সংখ্যাটা খুব বেশি। গত সরকারের সময় অনেককে দলীয় পরিচয়ে সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। তারা এ কার্ডের অপব্যবহার করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদবিরসহ নানান কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তারপরও কার্ড বাতিল হওয়ায় যেসব সাংবাদিক মনে করছেন তাদের প্রতি অবিচার হয়েছে তাদের আবার আবেদন করার সুযোগ রয়েছে। তারা যদি আবেদন করেন এবং সরকার যদি মনে করে তাদের যৌক্তিকভাবে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া যেতে পারে সে ক্ষেত্রে বিবেচনা করা হবে।

ঢালাও মামলার বিষয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, আমরা তো বলেছি ঢালাওভাবে মামলা না দেওয়া হয়। তবে যে কেউ মামলা দিতেই পারে। কিন্তু যার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ নেই সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের যেন বাদ দেওয়া হয়।

প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, কোনো ভুক্তিভোগী যদি মামলা দেয় তাকে তো আমরা বলতে পারি না আপনি মামলা দিয়েন না। তবে পুলিশকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত তদন্ত করে মামলার নামে যাদের হয়রানি করা হচ্ছে তাদের বাদ দেওয়ার জন্য। যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাদের যেন দ্রুত বাদ দেওয়া হয়।

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সরকার নেবে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত হবে ১৯৭২ সালের যে সংবিধান হয়েছে সেটি সংশোধন হবে নাকি কি হবে। সেটা তারা সিদ্ধান্ত নেবেন।

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সবার সঙ্গে কথা হবে মন্তব্য করে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু, বাংলাদেশে যত আদিবাসী কমিউনিটি আছে তাদের সবার সঙ্গে কথা হবে। এটা নিয়ে আমাদের কোনো ধরনের কনফিউশন দেখছি না।

প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপি আশাহত-এ বিষয়ে প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, নির্বাচন কমিশন গঠন করাতো নির্বাচনী রোডম্যাপের অংশ।

সংস্কার কমিশনের সদস্যদের বিষয়ে নানন মহলের আপত্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, সদস্য বাছাইয়ের ক্ষেত্রে কমিশনের প্রধানদের স্বাধীনতা দেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, গণমাধ্যমের যে কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি তার জন্য ভালো একটা প্রতিবেদন তারা তৈরি করতে পারবেন বলে আশা করি।

জেনেভায় আইন উপদেষ্টার নিরাপত্তার গাফলতির বিষয়টি সরকার তদন্ত করছে বলে জানান অপূর্ব জাহাঙ্গীর। দায়িত্ব নেওয়া দুই উপদেষ্টার বিষয়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, মানুষ তাদের মতামত দিচ্ছে আমরা দেখছি।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শফিকুল আলম বলেন, অনেক সমস্যা আছে যেগুলো একদিনে শেষ হয় না। তিতুমীর কলেজের ভাই-বোনদের বলবো আপনারা শান্ত হোন। আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে। সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। এটার আশু সমাধান হবে।

দু’একটা কারখানা ছাড়া অন্য কোনো পোশাক কারখানায় অস্থিরতা নেই বলে জানিয়ে প্রেস সচিব বলেন, তার প্রভাব পড়েছে রপ্তানিতে। গত মাসে ২১ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

এমওএস/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article