বাতিল হতে পারে অপ্রয়োজনীয় টেলিকম লাইসেন্স : বিটিআরসি চেয়ারম্যান

11 hours ago 2

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেছেন, টেলিকম খাতে সকাল সন্ধ্যায় পাল্টাতে হয় এমন কোনো নীতিমালা তৈরি করা হবে না। এমনকি অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করে এই খাতকে ঢেলে সাজিয়ে নতুন নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে টেলিকম খাতের সংস্কার নিয়ে এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

এসময় বিটিআরসি চেয়ারম্যান জানান, টেলিকম খাতের নতুন নেটওয়ার্ক ব্যবস্থায় কোনো মধ্যস্বত্বভোগী ও অসুস্থ প্রতিযোগিতা থাকবে না। তিনি বলেন, ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের শুল্ক আরোপ নিয়ে কমিশন কোনো মন্তব্য করবে না। এটা সরকারের বিষয়।

এমদাদ উল বারী বলেন, বড় পরিসরের ডিজিটাল সেবা মেটাতে ফিক্সড ব্রডব্যান্ডের পথে থাকা বাধা কাটিয়ে তুলতে যেন নতুন প্রযুক্তি সহজেই অভিযোজিত হয় সে দিকটায় গুরুত্বারোপ করতে অ্যাক্টিভ শেয়ারিং উন্মুক্ত করা এবং সবুজ প্রযুক্তির দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় লাইসেন্স বাদ দেওয়া এবং সুস্থ প্রতিযোগিতায় বাধা সৃষ্টিকারী ভার্টিক্যাল লাইসেন্স বাতিল করা হতে পারে।

নতুন নীতিমালা নিয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, আগামী মার্চের মধ্যেই একটি নীতিমালা প্রস্তুত করা হবে।

এসময় ডিজিটাল উন্নয়ন সহযোগী খাত হিসেবে গড়ে তুলতে সরকারকে পরামর্শ দেওয়া হবে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এর ওপর ভিত্তি করে নীতিমালা তৈরি হবে। এক্ষেত্রে পরিষ্কার ও টেকসই নীতিমালার ঘাটতি দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছে না। জটিল ও টুকরো টুকরো নেটওয়ার্ককে এক সুতোয় গাঁথতে রিভিউ করে সহজ, সক্ষম ও সাশ্রয়ী নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে দেশে ফাইভজি সেবা কবে নাগাদ চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, দেশে ফাইভজি সেবা কবে নাগাদ চালু হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে ফাইভজি সেবা চালু করতে বিটিআরসি কাজ করছে।

Read Entire Article