বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

2 months ago 7

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে চোরাই পণ্য আনতে গিয় স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামের এক বাংলাদেশির পা বিচ্ছিন্নের খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে অংথ্রাবে ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর মিয়া (২৫) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার সাবের মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওমর মিয়া সীমান্তে গরু ও মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থেকে বাহক হিসেবে কাজ করতেন। অন্যদিনের মতো আজও অন্য চোরাকারবারিদের সঙ্গে গরু ও মাদক আনতে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে যান। এসময় অংথ্রাব এলাকায় আগে থেকে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালির নিচের অংশ উড়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল বলেন, মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

এর আগে রোববার (২২ জুন) নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে গত এক বছরে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গাসহ অন্তর ১০ জনেরও বেশি মানুষের পা বিচ্ছিন্ন ও গুরুতর আহত হয়েছেন।

নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম

Read Entire Article