বান্দরবানে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু
বান্দরবানের লামায় উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় অতিরিক্ত মদ্যপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়। সে লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাইনঝিরি এলাকার মো. হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নুরুল আলম বন্ধুদের সঙ্গে মিরিঞ্জা পর্যটন এলাকায় রয়েল রিসোর্টে ছিল।
জানা গেছে, নুরুল আলম রয়েল হিল রিসোর্ট মালিক রাসেলের ড্রাইভার। ওই রাতে সে তার বন্ধুদের সঙ্গে রিসোর্টে ছিল। তারা সেখানে অতিরিক্ত মদপান করে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুদ্দিন মো. মুরাদ জানান, তাকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে লামা থানাকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।