বান্দরবানে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ শুরু
বান্দরবান পার্বত্য জেলার সড়কের দুপাশে থাকা গাছে লোহার পেরেক মেরে বিভিন্ন সাইনবোর্ডসহ নানা প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান বন বিভাগের আয়োজনে জেলা সদরের থানচি বাস স্ট্যান্ড এলাকার বট গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়। যা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বান্দরবান প্লাউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্মা মো. তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক বলেন, পেরেক দিয়ে আমরা গাছকে বিভিন্নভাবে আহত করি। এতে তার গাছের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এক সময় সে মৃত্যুর দিকে ধাবিত হয়। গাছকে সুরক্ষা দেওয়া আমাদের সবার কর্তব্য। গাছ ছায়া, ফলসহ নানাবিধ উপকার দেয়। আমাদের গাছের গুরুত্ব অনুধাবন করতে হবে।
এ সময় বন বিভাগের কর্মকর্তা কর্মচারী, দমকল বাহিনীর সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
সব শ্রেণির নাগরিক সমাজকে সচেতন করতে এ কর্মসূচি এক মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।