বান্দরবানে চালু ‘ছাদখোলা’ বাস

2 months ago 38
বান্দরবানের পর্যটন শিল্পের প্রসার ও বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াতে পর্যটকদের জন্য চালু হয়েছে ছাদখোলা বাস। জেলায় প্রথমবারের মতো এই সার্ভিস চালু করেছে হিল ভিউ নামে একটি আবাসিক হোটেল কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে হিল ভিউ কনভেনশন হলের সামনে ছাদখোলা বাসের উদ্বোধন করা হয়। বাসে চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলায়ের মতো দর্শনীয় স্থানগুলো সহজেই ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বাসে মোট ৩০টি সিট রয়েছে বলে জানিয়েছে হোটেল হিল ভিউ কর্তৃপক্ষ। বাসচালক ফুরকান মিয়া বলেন, বাসে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি গান-বাজনা শোনার ব্যবস্থা রয়েছে। পর্যটকরা বান্দরবানের সবগুলো দর্শনীয় স্থান এই বাসের
Read Entire Article