বান্দরবানে নদী থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

3 months ago 9

বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদী থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার বাজার পাড়ার কানাইমাঝির ঘাট এলাকার নদীতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শেখ জুবাইরুল ইসলাম (২৭) নড়াইলের লোহাগাড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া এলাকার শেখ হিদায়েতুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কানাইমাঝির ঘাট এলাকার মাতামুহুরি নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে দুজন গাইডের মাধ্যমে তৈনখালের আগায় কিস্টোল পাহাড়ের চূড়া ভ্রমণে গিয়েছিল ২০ জনের একটি পর্যটক দল। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে মরদেহের পরিচয় শনাক্ত করা গেলেও অন্যদের তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিচয় শনাক্ত করে দেখা গেছে মরদেহটি পর্যটক শেখ জুবাইরুল ইসলামের। তার বাড়ি নড়াইলে। একটি গ্রুপের সঙ্গে কয়েকদিন আগে তৈনখালের আগায় ভ্রমণে গিয়েছিলেন তিনি। গ্রুপের অন্যদের এখনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/জেআইএম

Read Entire Article