বান্দরবানে পর্যটকের লাশ উদ্ধার

2 months ago 36

বান্দরবানের আলীকদমের তৈনখালে আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে দুটি লাশ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, এখনো এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাতামুহুরী নদীর পাড়ে উপজেলা সদরের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশ থেকে প্রথম লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী কামাল মাঝিসহ কয়েকজন জানিয়েছেন, দ্বিতীয় লাশটি একজন নারী পর্যটকের। তারা লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারী পর্যটকের নাম স্মৃতি আক্তার (২৪)। তার বাবার নাম মো. হাবিবুর রহমান এবং মায়ের নাম রুপিয়া বেগম। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকি সাভার গ্রামে। এদিকে, উদ্ধার হওয়া লাশটি যে স্মৃতি আক্তারের, তা তার সঙ্গীরা নিশ্চিত করেছেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হবে।

উল্লেখ্য, ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দুটি দলে বিভক্ত ছিলেন। ২২ জনের একটি দলের মধ্যে বুধবার রাতে ৩ জন নিখোঁজ হন। 

পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরও দুই পর্যটক। এদের মধ্যে শুক্রবার সকালে তৈনখালের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ পাওয়া যায়।

Read Entire Article