বান্দরবানে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ বেড়েই চলেছে। প্রতিদিন জেলার কোনো না কোনো স্থানে নেতাকর্মীরা পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছেন। রবিবার লামায় সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা করেছেন। সকালে লামা বাজারের বাসস্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে চৌরাস্তা মোড়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, উসা প্রু মারমা, মহিলা নেত্রী তাহুরা বেগম, বিএনপি নেতা থোয়াহ্লা চিং কারবারি প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে রাজপথে জাবেদ রেজা ছাড়া কোনো নেতা ছিলেন না। সংগঠনকে এককভাবে আগলে রেখেছিলেন তিনি। বিএনপির কঠিন সময়েও জাবেদ রেজা সংগঠনের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধিসহ সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন। অথচ কঠিন সময় শেষে জাবেদ রেজাকে বাদ দিয়ে সাচিং প্রু জেরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা এতে দুঃখ পেয়েছেন ও ক্ষুব্ধ হয়েছেন

বান্দরবানে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ বেড়েই চলেছে। প্রতিদিন জেলার কোনো না কোনো স্থানে নেতাকর্মীরা পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছেন। রবিবার লামায় সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা করেছেন। সকালে লামা বাজারের বাসস্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে চৌরাস্তা মোড়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, উসা প্রু মারমা, মহিলা নেত্রী তাহুরা বেগম, বিএনপি নেতা থোয়াহ্লা চিং কারবারি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে রাজপথে জাবেদ রেজা ছাড়া কোনো নেতা ছিলেন না। সংগঠনকে এককভাবে আগলে রেখেছিলেন তিনি। বিএনপির কঠিন সময়েও জাবেদ রেজা সংগঠনের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধিসহ সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন। অথচ কঠিন সময় শেষে জাবেদ রেজাকে বাদ দিয়ে সাচিং প্রু জেরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা এতে দুঃখ পেয়েছেন ও ক্ষুব্ধ হয়েছেন। আগামী সংসদ নির্বাচনে ৩০০ নং আসন থেকে বিএনপির প্রার্থী বিজয়ী হতে হলে অবশ্যই জাবেদ রেজাকে মনোনীত করা উচিত। নেতাকর্মীরা অবিলম্বে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এরপর থেকেই বিএনপির মাম্যাচিং ও জাবেদ রেজা গ্রুপের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow