বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসের (রিমস) উদ্যোগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘১০ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তিন দিনব্যাপী এই মেলা উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানী বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থিজস ওয়াউডস্ট্রা এবং চীনা দূতাবাসের বাণিজ্য ও অর্থনৈতিক কাউন্সেলর সং ইয়াং।
সবার জন্য উন্মুক্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। মেলায় প্রদর্শনী ছাড়াও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
২২টি দেশের ২০০-এর বেশি প্রতিষ্ঠান মেলায় নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। এ মেলার সঙ্গে ‘১২তম অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ২০২৫’, ‘ফুড ইনগ্রেডিয়েন্ট এক্সপো ২০২৫’ এবং ‘বেকটেক এক্সপো ২০২৫’ নামে আরও তিনটি মেলা হবে। ‘বেকটেক এক্সপো ২০২৫’-এ বেকারি শিল্পের টেকনোলজি এবং ইনগ্রেডিয়েন্ট প্রদর্শন করা হবে।
সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘আমাদের দেশের কৃষি, ফুড, ডেইরি বেভারেজ প্রক্রিয়াজাত খাত অত্যন্ত ভালো করছে। এ খাত দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে যেমন কাজ করছে, তেমনি বিদেশে পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এ আয়োজনের মাধ্যমে কৃষি, ফুড, ডেইরি ও বেভারেজ প্রক্রিয়াজত খাত আমাদের সক্ষমতাকে বিশ্বের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
আইএইচও/এমএমএআর/এমএস