বাপ্পা মজুমদারের বাসায় আগুন

2 months ago 7
রাজধানীর বনানীতে বৃহস্পতিবার (২২ মে) সকালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় ঘরে ছিলেন তিনি, স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন ও তাদের দুই কন্যা। প্রাণঘাতী ধোঁয়ার মধ্যে পড়লেও শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার হয়েছেন সবাই। ঘটনার শুরু ভবনের নিচতলা থেকে, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। চারতলায় অবস্থানরত বাপ্পা মজুমদার জানান, ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলেও চারপাশে ঘন ধোঁয়া ও আগুনের তাপে কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তিনি বলেন, আমরা কয়েক মিনিট বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, চারদিকে অন্ধকার আর ধোঁয়া। কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখন পাশের ফ্ল্যাটে থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ করি। পরে তার বাসায় গিয়ে আশ্রয় নিই। তিনি আরও জানান, প্রায় ৩০-৪০ মিনিট ধোঁয়ার ভেতর দমবন্ধ অবস্থায় ছিলেন তারা। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে সবাইকে বাইরে নিয়ে আসে। এ ঘটনায় কেউ আহত না হলেও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। বাপ্পার ভাষায়, ‘ভোরবেলা ছিল বলেই ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পেরেছে। না হলে কী হতো, ভাবতেই কাঁপুনি দিচ্ছে। এটা সত্যিই এক ভয়ানক অভিজ্ঞতা।’ বর্তমানে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
Read Entire Article