কয়েক সপ্তাহ আগে থেকেই ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে উম্মাদনা তুঙ্গে। বিশেষ করে ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক, শামিত সোম ও ফাহামিদুল ইসলামের লাল-সবুজ জার্সিতে অভিষেক এখন ফুটবল অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়।
টিকিটের জন্য একদল সমর্থকের অবস্থান চলছে বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে। হামজারা অনুশীলনে গেলেই ভক্ত-সমর্থকরা হুমড়ি খেয়ে পড়ছেন। ক্লোজড-ডোর অনুশীলন হলেও হামজাদের বহনকারী গাড়ী স্টেডিয়ামে আসার পর এবং যাওয়ার সময় চলে হামজাকে দেখার ও দুর থেকে ছবি তোলার প্রতিযোগিতা।
এমন অবস্থায় জাতীয় দলের অফিসিয়াল সংবাদ সম্মেলনে প্রচুর সাংবাদিক উপস্থিত হবেন, সেটা অনুমেয়ই ছিল। তবে বাফুফে ভবনের তৃতীয় তলার সভাকক্ষে আসন রাখা হয়নি সেভাবে। বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন শুরুর সময় নির্ধারণ থাকলেও চারটার দিকেই সভাকক্ষ ভরে যায়। অনেক সাংবাদিক যখন দাঁড়িয়ে ছিলেন তখন বাফুফে বাড়তি কিছু চেয়ার আনলেও তা যথেষ্ট ছিল না। তাই অনেক সাংবাদিকে ফ্লোরে বসে ভুটান ও বাংলাদেশের সংবাদ সম্মেলন কাভার করতে হয়েছে।
এই অবস্থা থেকে ভুটান দলের কোচ ও অধিনায়ক বিস্মিত হয়েছেন। তবে বাংলাদেশ দল যখন সভাকক্ষে প্রবেশ করে তখন শুরুতেই অধিনায়ক জামাল ভূঁইয়া এই দৃশ্য দেখে নিজের কষ্টের কথা প্রকাশ করেছেন।
জামাল ভূঁইয়া বলেন, 'এত সাংবাদিক আগে কখনো দেখিনি। তবে বাফুফের আরো কিছু চেয়ার কেনা উচিত ছিল। সাংবাদিকদের ফ্লোরে বসা দেখে আমার কষ্ট লাগছে।'
আরআই/আইএইচএস/