বাফুফের ১৫তম সদস্য নির্বাচিত হলেন মনি

1 month ago 10

গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে সমান ৬১টি করে ভোট পাওয়া দুই সদস্য প্রার্থী সাইফুর রহমান মনি ও মো. এখলাছ উদ্দীনের মধ্যে পুনঃনির্বাচন হয়েছে শনিবার। সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি ৫৬-৫১ ভোটে এখলাছ উদ্দীনকে হারিয়ে বাফুফের ১৫তম সদস্য নির্বাচিত হয়েছেন।

বাফুফে ভবনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ১৩৩ কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সবগুলো ভোটই বৈধ হয়েছে বলে নির্বাচন শেষে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

সাইফুর রহমান নির্বাচন আগেও বাফুফের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে পাস করতে পারেননি। এবার কঠিন পরীক্ষায় পাস করে জায়গা করে নিয়েছেন বাফুফের নির্বাহী কমিটিতে।

এ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গতা পেলো বাফুফের নির্বাহী কমিটি। ২১ সদস্যের কমিটির মধ্যে ২৬ অক্টোবর ২০ জন নির্বাচিত হয়েছিলেন।

আরআই/এমএমআর/জেআইএম

Read Entire Article